ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু পরীক্ষার মূল্য তালিকা প্রদর্শন না করায় হাসপাতালকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
ডেঙ্গু পরীক্ষার মূল্য তালিকা প্রদর্শন না করায় হাসপাতালকে জরিমানা

সিরাজগঞ্জ: ডেঙ্গু পরীক্ষার ফি দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় সিরাজগঞ্জে একটি বেসরকারি হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া বিভিন্ন অভিযোগে আরও দুই ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

 

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা সদর উপজেলার বনবাড়িয়া বাজার, কাশিয়াহাটা বাজার ও কড্ডার মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান আল-মারুফ।

হাসান-আল-মারুফ জানান, সদর উপজেলার কাশিয়াহাটা বাজারে আলু, ডিম, পেঁয়াজের মূল্য তালিকা প্রদর্শন না করায় খালেক সবজি ভাণ্ডারকে এক ও সুমাইয়া স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, কড্ডার মোড় এলাকায় ডেঙ্গু পরীক্ষার ফি দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় বেসরকারি একটি হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।