ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে জমির বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
নরসিংদীতে জমির বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ফাইল ফটো

নরসিংদী: নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে দ্বীন ইসলাম (৩৮) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের পাটুয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দ্বীন ইসলাম উপজেলার পুটিয়া ইউনিয়নের পাটুয়ারপাড় এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দ্বীন ইসলামের সঙ্গে জমি নিয়ে চাচাতো ভাই আনোয়ার হোসেনের বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সকালে পুনরায় তাদের মধ্যে ঝগড়া হলে প্রথমে আনোয়ার হোসেনের ওপর হামলা করেন দ্বীন ইসলাম ও তার ভাই নজরুল ও ইসমাইল। পরে আনোয়ারের লোকজনও পাল্টা হামলা চালালে দ্বীন ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আনোয়ারও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। পরে আনোয়ারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, জমি নিয়ে বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।