ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে মেঘনায় ভেসে উঠল কিশোরীর মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
লক্ষ্মীপুরে মেঘনায় ভেসে উঠল কিশোরীর মরদেহ 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে নিখোঁজের দুইদিন পর মেঘনা নদীতে মরিয়ম (১৫) নামে এক কিশোরীর মরদেহ ভেসে উঠেছে।  

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নদী থেকে মরদেহটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে  রামগতি নৌ-পুলিশ।

এর আগে গত বুধবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে মরিয়ম নিখোঁজ হন তিনি।

মরিয়ম পার্শ্ববর্তী জেলা নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর নিজাম এলাকার দিনমজুর মহিউদ্দিনের মেয়ে।  

রামগতির বড়খেরী নৌ-পুলিশের পরিদর্শক (ইনচার্জ) মো. ফেরদৌস আহম্মদ বাংলানিউজকে বলেন, কিশোরী মরিয়ম মানসিক প্রতিবন্ধী ছিল। বুধবার গভীর রাতে সে সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর থেকে নিখোঁজ থাকে সে। তার সন্ধানে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করা হয়েছিল। মাইকিং করা হয়েছে। পরে শনিবার বিকেলে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে রামগতি মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে মেঘনা নদীতে মরিয়মের মরদেহ ভেসে ওঠে।  

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে মরিয়ম নিজেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তার মৃত্যুতে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।