ফরিদপুর: ফরিদপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক স্কুল শিক্ষার্থী।
রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা সদরের ইউএনও লিটন ঢালী এ বিয়ে বন্ধ করেন।
এ ব্যাপারে ইউএনও লিটন ঢালী বাংলানিউজকে বলেন, জেলা সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কাচারদিয়া গ্রামের অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের খবর পাই। এর পরই ফোর্সসহ ছুটে যাই ঘটনাস্থলে। তাৎক্ষণিক বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে মেয়ের বাবা ও মায়ের মুচলেকা নেওয়া হয় এবং মেয়ের বয়স ১৮ পূর্ণ হবার আগে বিয়ের আয়োজন করবে না মর্মে লিখিতভাবে অঙ্গীকার নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এসআরএস