ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতে ২ দোকানিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতে ২ দোকানিকে জরিমানা

ময়মনসিংহ: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অতিরিক্ত মূল্যে ফল বিক্রির অভিযোগে দুই দোকানিকে জরিমানা করেছে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ভ্রাম্যমাণ আদালত। এ সময় পৃথক দুইটি মামলায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর নতুন বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মসিকের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বুলবুল আহমেদ।

এর মধ্যে একজন ফল বিক্রেতাকে ৫০০ টাকা এবং একটি হোটেল মালিককে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।  

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল আলম রাজীব এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত চালাচ্ছে ময়মনসিংহ সিটি করপোরেশন। এরই অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন- মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মুজমদার ও স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।