ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে রংপুর-দিনাজপুর মহাসড়ক ২ ঘণ্টা  অবরোধ, তীব্র যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
সৈয়দপুরে রংপুর-দিনাজপুর মহাসড়ক ২ ঘণ্টা  অবরোধ, তীব্র যানজট

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে দহলা ব্রিজের নিচ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহে বাধা, হাজারো হেক্টর জমির ফসল নষ্টের প্রতিবাদে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।  

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের সৈয়দপুর অংশে দুই ঘণ্টার এ অবরোধে তীব্র যানজট সৃষ্টি হয়।

 

সূত্র জানায়, পানিবন্দি ও হাজারো পরিবার প্রথমে দহল ব্রিজের ওপরে মানববন্ধন ডাকলেও পরে তা  অবরোধ এ রূপ নেয়। এসময় দুই ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করেন তারা।  

অবরোধে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসীনুল হক,  সৈয়দপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল খালেক সাবু, ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মজিদ,  মহিলা কাউন্সিলর আফরোজা বেগম, সাধারণ কৃষক জোবেদ আলী,  সিরাজুল ইসলাম, মো. আবু তালেবসহ অনেকে।  

বক্তারা বলেন, শহরের কুন্দল এলাকায় স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে একটি মহলের কারণে। ফলে একটু বৃষ্টি হলে পানি বাড়িতে প্রবেশ করছে এবং ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে। অবিলম্বে এ সমস্যার সমাধান চাই।  

পরে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী। এছাড়া একটি স্মারকলিপি পাওয়ার কথা জানান সহকারী কমিশনার (ভূমি)। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।