ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর দারুসসালাম এলাকা থেকে ২০১০ সালের জয়নুল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হাফিজুর রহমানকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢাকার দারুসসালাম এলাকায় র‌্যাব-৪ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, ভিকটিম জয়নুল ও জাকিয়ার মধ্যে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে পরিবারের অমতে তারা বিয়ে করেন। পরে জাকিয়ার পরিবার তাকে জোরপূর্বক জয়নুলের কাছ থেকে নিয়ে আসে এবং জয়নুলের সঙ্গে জাকিয়ার প্রথম বিয়ের বিষয়টি গোপন রেখে আমেরিকাপ্রবাসী মাহামুদুল হাসানের সঙ্গে বিয়ে দেয়।

ভিকটিম জয়নুল ও জাকিয়ার মধ্যে বিয়ের বিষয়টি জাকিয়ার পরের স্বামীকে জানালে তিনি জাকিয়াকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। যার পরিপ্রেক্ষিতে জাকিয়ার পরিবার ক্ষুব্ধ হয়ে ভিকটিম জয়নুলকে হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী জাকিয়ার পরিবার দুই লাখ টাকার বিনিময়ে হাফিজুর রহমানকে ভাড়া করে। সে অনুযায়ী হাফিজ ঘুমের ওষুধ খাইয়ে জয়নুলকে অচেতন করে শ্বাসরোধ করে হত্যা করেন। ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে মরদেহ দারুসসালাম এলাকার একটি পরিত্যক্ত জায়গায় ফেলে রেখে পালিয়ে যান হাফিজ।

এ ঘটনায় মামলা দায়েরের পর থেকে হাফিজ আত্মগোপন করেন। এদিকে মামলার বিচারকার্য শেষে হাফিজুরের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। রায় ঘোষণার পর থেকেই হাফিজ দেশের বিভিন্ন স্থানে কৌশলে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার হাফিজকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।