ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
চাঁদপুরে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুর: চাঁদপুরে ২০তম জেলা প্রশাসক কাপ ফুটবল ও আন্ত: উপজেলা নারী ফুটবল টুর্নামেন্ট-২০২৩ উদ্বোধন করেছেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে ভার্চুয়ালি যুক্ত হয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

 

পরে শিক্ষামন্ত্রীর পক্ষে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা।

চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।

সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সাল থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে নারী ফুটবল খেলার সুযোগ করে দিয়েছেন। যার ফলে মেয়েরা অনেক জায়গায় ভালো করছে। আমি বিগত দিনের বক্তব্যেও বলেছি, খেলাধুলার মাধ্যমে ব্যক্তি জীবন গঠন করার সুযোগ রয়েছে। খেলাধুলার মাধ্যমে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। যারা তারকা খেলোয়াড় তারা বিজ্ঞাপনের মাধ্যমেও আয় করার সুযোগ পাচ্ছেন।

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ও নারী ফুটবল টুর্নামেন্টে জেলার ৮ উপজেলা দল অংশগ্রহণ করবে। উদ্‌বোধনী দিনে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণ করে- কচুয়া বনাম ফরিদগঞ্জ উপজেলা দল। এতে কচুয়া উপজেলাকে ২-০ গোলে হারিয়ে জয় লাভ করে ফরিদগঞ্জ উপজেলা দল।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ফুটবল উপ-কমিটির সভাপতি শাহির হোসেন পাটওয়ারী, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মণ্ডল, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানসহ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৮ উপজেলা ক্রীড়া সংস্থাকে অনুদানের অর্থ ও ফুটবল তুলে দেন জেলা প্রশাসকসহ অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।