ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদে ধরা পড়ল ২৩ কেজির বাঘাইড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
কাপ্তাই হ্রদে ধরা পড়ল ২৩ কেজির বাঘাইড়

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদে জেলেদের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের বাঘাইড় মাছ।  

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হ্রদের সুবলং চ্যানেল থেকে মাছটি ধরা পড়ে।

মাছ ব্যবসায়ী নাছির বলেন, মাছটি কাপ্তাই হ্রদে সচরাচর পাওয়া যায় না। বছর তিনেক পর পর পাওয়া গেলেও ছোট আকারে পাওয়া যায়। যার ওজন সর্বোচ্চ ৫- ৬ কেজি হয়। কিন্তু এবার ২৩ কেজি ওজনের বিশাল মাছটি ধরা পড়ল।

এ ব্যবসায়ী আরও বলেন, মাছটি বনরূপা বাজারে আনা হয়েছে। এখনো বিক্রি হয়নি। কেজি প্রতি ১৮০০ - ২০০০ হাজার টাকা
 দরে বিক্রি করা হবে।

রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া বলেন, কাপ্তাই হ্রদে এ জাতের মাছ সহজে পাওয়া যায় না।  ধরা পড়লেও আকারে তা ছোট হয়। এটাই প্রথম হ্রদে এত বড় বাঘাইড় ধরা পড়ল।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) রেড লিস্ট (লাল তালিকাভুক্ত প্রাণী) অনুযায়ী মিঠা পানির মাছ বাঘাইড়  ‘মহাবিপন্ন’। তাই বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এ মাছ ধরা নিষিদ্ধ ও দণ্ডনীয়।

আইন অনুযায়ী বাঘাইড় মাছ শিকার, কেনা-বেচা, পরিবহন কিংবা দখলে রাখা শাস্তিযোগ্য অপরাধ এবং এ অপরাধের জন্য সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ড হতে পারে।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।