ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জয়পুরহাট: জয়পুরহাটে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লুৎফর রহমানকে (৪৭) যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ।  

বুধবার (২৭ নভেম্বর) রাজধানী ঢাকার শনির আখড়া থেকে তাকে গ্রেপ্তার করা হলেও বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে তাকে জয়পুরহাটের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার লুৎফর সদর উপজেলার ভাদসা পলিবাড়ী গুচ্ছ গ্রামের কাইমুদ্দিনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২২ মে সদর উপজেলার একটি গ্রামের ১৩ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে লুৎফর রহমান। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ওই বছরের ২৩ মে সদর থানায় একটি মামলা করেন।  

এরপর জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চলতি বছরের ১০ জুলাই লুৎফর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ মামলায় জামিন নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন লুৎফর। অবশেষে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।