ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আগুনে পুড়লো ৬ ঝুট গুদাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
গাজীপুরে আগুনে পুড়লো ৬ ঝুট গুদাম আগুন

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার পারিজাত এলাকায় আগুন লেগে ছয়টি ঝুট গুদাম পুড়ে গেছে।  

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোররাতে এ আগুনের সূত্রপাত হয়।

 

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ভোররাতে পারিজাত এলাকায় টিনশেডের একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের আরও পাঁচটি ঝুট গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে।  

এদিকে খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ও সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে আগুনে ঝুটের ছয়টি গুদাম পুড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।