ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জোয়ারের পানিতে প্লাবিত সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্র 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
জোয়ারের পানিতে প্লাবিত সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্র  করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্র

বাগেরহাট: সাগরে সৃষ্ট নিম্নচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে পশুর নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট বেড়ে সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজননকেন্দ্র করমজলসহ বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে।  

হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সুন্দরবনের করমজলে ঘুরতে যাওয়া দর্শনার্থীরা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দিনের জোয়ারে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির বলেন, জোয়ারের পানিতে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের রাস্তাসহ বিভিন্ন স্থান পানিতে প্লাবিত হয়েছে। তবে প্রজনন কেন্দ্রের শেডে থাকা হরিণ, কুমির ও বিলুপ্তপ্রায় প্রজাতি বাটাগুর বাচ্চা কচ্ছপগুলো নিরাপদ রয়েছে। যদি পানি আরও বেশি বাড়ে তাহলে প্রাণীগুলোর ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। শুধু করমজল নয়, সুন্দরবনের আরও কিছু এলাকা প্লাবিত হয়েছে বলে জানান মো. আজাদ কবির।

অন্যদিকে গত তিন দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণে বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। সেইসঙ্গে কিছু এলাকায় জলাবদ্ধতাও তৈরি হয়েছে। দুপুরের জোয়ারে বাগেরহাট পৌরসভার মুনিগঞ্জ আনসার ক্যাম্পের সামনের সড়কসহ কয়েক সড়ক প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।