ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ইয়াবাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
মাদারীপুরে ইয়াবাসহ আটক ৩

মাদারীপুর: জেলার রাজৈরে অভিযান চালিয়ে ৩০০টি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শংকরদীর পাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ আব্দুর রশিদের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার খান ইন্টারন্যাশনাল স্টিল অ্যান্ড থাই স্টোরের সামনে থেকে ওই এলাকার মৃত আজিবর খালাসীর ছেলে রাসেল খালাসী (১৮), স্বরমঙ্গল এলাকার আনোয়ার খন্দকারের ছেলে আব্দুল্লাহ খন্দকার (১৮) এবং মাদারীপুর সদরের কুচিয়ামারা এলাকার মৃত জামাল হাওলাদারের ছেলে মারুফ হাওলাদারকে আটক করে। এ সময় তাদের তল্লাশি করে ৩০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।