ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার-খাবার বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার-খাবার বিতরণ 

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অর্ধশতাধিক প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার ও খাবার বিতরণ করা হয়েছে।  

রোববার (১ অক্টোবর) উপজেলার বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব বিতরণ করা হয়।

 

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি প্রতিবন্ধীদের এগিয়ে নিয়ে গিয়েছেন বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের হাত ধরে প্রতিবন্ধীরা এখন নানা ধরনের সুবিধা ভোগ করছেন। তারা এখন আর বোঝা নয় বরং সম্পদে পরিণত হয়েছেন।  

এছাড়া প্রতিবন্ধীদের কীভাবে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সব বিষয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকা মার্কাকে বিজয় করতে হবে।  

এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।