ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সড়কের ক্রসিংবার কেড়ে নিলো পিকআপ শ্রমিকের প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
সড়কের ক্রসিংবার কেড়ে নিলো পিকআপ শ্রমিকের প্রাণ ফাইল ফটো

সিলেট: সিলেটে সড়কের ক্রসিংবারে লেগে সবুজ মিয়া (৩৫) নামে পিকআপ ভ্যানের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে নগরের দক্ষিণ সুরমায় মারকাজ পয়েন্টে একটি পিকআপের ওপর থাকাবস্থায় ক্রসিংবারে লেগে ওই শ্রমিকের মৃত্যু হয়।

নিহত মো. সবুজ মিয়া (৩৫) সিলেটের ওসমানীনগর উপজেলার  গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামের ওসমান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দক্ষিণ সুরমার কদমতলি থেকে পান নিয়ে একটি পিকআপ নগরের কাজিরবাজারে যাচ্ছিল। ওই পিকআপ ভ্যানের ওপরে বসা ছিলেন শ্রমিক সবুজ মিয়া। পানভর্তি  পিকআপ ভ্যানটি নগরের দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্টে পৌঁছলে সড়কের ওপর থাকা ক্রসিংবারে লেগে সবুজ গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা এ তথ্য নিশ্চিত করে বলেন, পানভর্তি গাড়ির ওপর বসাবস্থায় ক্রসবারে লেগে রাস্তায় পড়ে গিয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
এনইউ/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।