ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেঘনা থেকে নৌ ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৬ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
মেঘনা থেকে নৌ ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৬ 

বরিশাল: ডাকাতির প্রস্তুতিকালে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ডাকাত সর্দার রুহুল আমীন ওরফে কদা দেওয়ানসহ ছয় ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে হিজলা থানাধীন বড় জালিয়া ইউনিয়নের বাউশিয়া ঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

অভিযানে গ্রেপ্তাররা হলেন- ডাকাত সর্দার রুহুল আমীন ওরফে কদা দেওয়ান, তার সহযোগী মো. তারেক দেওয়ান, মো. হোসেন মোল্লা, ফরহাদ মোল্লা, মো. আলাউদ্দিন গাজী, মো. শাওন।  

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর ইসলাম বাংলানিউজকে বলেন, এরা মূলত নদী পথে ডাকাতি করেন। গ্রেপ্তার রুহুল আমীন ওরফে কদা দেওয়ান ১২টি মামলার আসামি। আর বাকিদের নামেও হিজলা থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, চুরি, মারামারি, অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলা রয়েছে।  

তিনি বলেন, মঙ্গলবার রাতে বড় জালিয়া ইউনিয়নের বাউশিয়া ঘাট সংলগ্ন মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ডাকাত দলের সদস্যরা। তখন জেলেদের সন্দেহ হলে তারা ডাকাত দলের সদস্যদের ঘিরে ফেলেন। তখন ডাকাত দলের সদস্যদের সঙ্গে জেলেদের মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে জেলেরা পরাস্ত হতে থাকলে তারা থানা পুলিশকে খবর দেয়। আর থানা পুলিশের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছয় ডাকাত সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। জেলেদের মারধরে কয়েকজন ডাকাত সদস্য আহত হলে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ডাকাত সদস্যদের নামে হিজলা থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।  

এদিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি সূত্র জানিয়েছে রুহুল আমীন ওরফে কদা দেওয়ান ও তার সহযোগীরা বরিশালের হিজলা, মেহেন্দীগঞ্জ এবং কাজীরহাট থানাধীন নদী পথের বেশ কিছুদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা চালিয়ে আসছিল।  

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৩
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।