ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু প্রতীকী ছবি

নড়াইল: নড়াইলের কালিয়ায় বজ্রপাতে আকরাম ফকির (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার পাটেশ্বরি বিলে ঘাস কাটার সময় এ ঘটনা ঘটে।

আকরাম ফকির ওই উপজেলার ফুলধাহ গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সকাল ৮টার দিকে কৃষক আকরাম ফকির পাশের পাটেশ্বরি বিলে ঘাস কাটতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে বৃষ্টি থামলে অন্য কৃষকরা বিলে গেলে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বজ্রপাতের কারণে তার শরীরের বেশিরভাগ স্থানে পুড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসমিম আলম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।