ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় কৃষক লীগ নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় কৃষক লীগ নেতা নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীতে ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে শরীফ উদ্দিন (৫০) নামে এক কৃষক লীগ নেতা নিহত হয়েছেন।  

শুক্রবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর মাসকান্দার হৃদয়ের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

শরীফ উদ্দিন নগরীর মাসকান্দা এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে। তিনি জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, শরীফ উদ্দিন রাত সাড়ে ৯টার দিকে অটোরিকশাযোগে মাসকান্দা থেকে হৃদয়ের মোড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরিত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে আটোরিকশার সংঘর্ষ হয়। এতে শরীফ উদ্দিন গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।  

তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।