ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

ফুটওভার ব্রিজে মিলল পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
ফুটওভার ব্রিজে মিলল পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি ফুটওভার ব্রিজ থেকে পলিথিনে মোড়ানো এক দিনের নবজাতকের (মেয়ে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৭ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) সংলগ্ন ফুটওভারব্রিজ থেকে মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাদরুজ জামান বাংলানিউজকে বলেন, ফুটওভার ব্রিজে পলিথিন মোড়ানো বস্তুটি দেখে সন্দেহ হলে থানায় খবর দেন চলাচলকারীরা। সেই খবরের ভিত্তিতে ওভারব্রিজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই-একদিন আগে এখানে কেউ ফেলে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর হাসপাতালের প্রতিবেদন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৩
এসএফ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।