ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার উবাহাটা এলাকায় জলাশয়ে ডুবে রবিউল হাসনাইন নিয়াদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

মৃত নিয়াদ ওই এলাকার রেস্টুরেন্ট ব্যবসায়ী রেদুয়ান ইসলাম মুন্নার ছেলে।

শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. তাহির খান জানান, সকাল থেকে নিয়াদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি জলাশয় থেকে শিশুটিকে নিথর অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন। দ্রুত নিয়াদকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

স্থানীয়দের বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল জানান, পরিবারের লোকজনের অগোচরে জলাশয়ে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।