ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চাঞ্চল্যকর বক্কর হত্যা মামলায় পলাতক আসামি মো. পারভেজকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।  

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ অক্টোবর) যাত্রাবাড়ী থানার নবীনগর এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় বক্কর হত্যা মামলার পলাতক আসামি পারভেজকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ফরিদ উদ্দিন জানান, পারভেজ ওই হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। মামলা হওয়ার পর থেকে তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করছিলেন বলে জানা যায়। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।