ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভিডব্লিউবির চাল আত্মসাৎ: চেয়ারম্যানের দুই ভাই রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
ভিডব্লিউবির চাল আত্মসাৎ: চেয়ারম্যানের দুই ভাই রিমান্ডে

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাইয়ে ১৩৫ বস্তা সরকারি চাল জব্দের ঘটনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের দুই চাচাতো ভাইয়ের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আসামিরা হলেন- লাখাই উপজেলার মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সলের চাচাতো ভাই ছুরুক মোল্লা ও ইসমাইল মোল্লা।

গত ২৬ সেপ্টেম্বর এ দুজনের রান্না ঘর থেকে ১৩৫ বস্তা অর্থাৎ চার হাজার ৫০ কেজি চাল জব্দ করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা। পরে এ ঘটনায় লাখাই থানায় মামলা দায়ের করা হয়।

সরকারের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ডের মাধ্যমে দরিদ্র মানুষের পুষ্টির অভাব পূরণে এ চাল বিতরণ করার কথা ছিল। কিন্তু ইউনিয়ন পরিষদের এ চালগুলো আত্মসাতের উদ্দেশ্যে তাদের রান্না ঘরে নিয়ে রাখা হয় বলে ইউএনও সেদিন জানিয়েছিলেন।

পুলিশ পরিদর্শক চম্পক ধাম জানান, দুদিন আগে আসামিরা হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশ তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ইউএনও জানান, সরকারি চাল আত্মসাতের ঘটনায় যদি ইউপি চেয়ারম্যানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

** ইউপি চেয়ারম্যানের ভাইয়ের রান্না ঘরে মিলল ১৩৫ বস্তা সরকারি চাল

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।