ঢাকা: ৫৮তম ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) সম্মেলনে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংগঠনের (ইকাও) কাউন্সিল সভাপতি সালভাতোর সাকিতানো।
শনিবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিকেল ৫ টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় এসে পৌঁছান। আগামী ১৫-১৯ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে এশীয়- প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অংশগ্রহণে অনুষ্ঠেয় ৫৮তম ডিজিসিএ সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিনি বাংলাদেশে এসেছেন। তিনি ৩ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তাকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
আসছে ১৬ অক্টোবর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ৩৮ বছর পর ঢাকায় অনুষ্ঠেয় ৫৮তম ইকাও-ডিজিসিএ সম্মেলনে ৩৬টি দেশ ও ১১টি আন্তর্জাতিক সংগঠনের ৩৩৬ জন দেশি -বিদেশি প্রতিনিধি অংশগ্রহণ করবে।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এমকে/জেএইচ