ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গণপিটুনিতে অটোরিকশা ছিনতাইকারী নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
গাজীপুরে গণপিটুনিতে অটোরিকশা ছিনতাইকারী নিহত 

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া এলাকায় গণপিটুনিতে এক অটোরিকশা ছিনতাইকারী নিহত হয়েছেন।  

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

 

নিহত হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাজপাট এলাকার ইউসুফ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৬০)।  

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার পানজোড়া এলাকার নয়ন মিয়া ব্যাটারিচালিত অটোরিকশার চালক। দেলোয়ার হোসেনসহ দুইজন তার অটোরিকশায় ওঠেন। পরে চালক নয়নকে নেশা জাতীয় দ্রব্য দিয়ে অচেতন করে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করে দেলোয়ারকে আটক করে গণপিটুনি দেন। এসময় তার সঙ্গে থাকা অন্যজন পালিয়ে যান। গণপিটুনির পর দেলোয়ার অচেতন হয়ে গেলে এলাকাবাসী তাকে মঠবাড়ি এলাকায় সড়কের পাশে ফেলে রাখেন। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেলোয়ারের মরদেহ উদ্ধার করে।  

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
আরএস/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।