ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১৪

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় মো. মাসুদ রানা (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে আরও ১৪ জন।

 

রোববার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে জেলার মাটিরাঙ্গার সাপমারা নামক এলাকায় এই ঘটনা ঘটে।  

নিহত মাসুদ রানা গাজীপুরের তোয়ালাতপুর এলাকার বাসিন্দা।  

এ ঘটনায় আহত ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সালমা আক্তার (২৮), বিনয় জ্যোতি চাকমা (২৪), নজরুল ইসলাম (৫৫), রমেনা বেগম (২৪), আরিফুর রহমান (২৪), আবুল খায়ের, রুবেল, এয়াকুব (২৫), সিরাজ (৫০)। এর মধ্যে সালমা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, রোববার রাতে শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মাটিরাঙ্গার সাপমারা নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।  
এ ঘটনায় আহত হন কমপক্ষে ১৪ জন। বাকিদের প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি ও চট্টগ্রামে স্থানান্তর করা হয়।  

খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনঞ্জুরুল জানান, আহতদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। হাসপাতালে আনার আগে একজনের মৃত্যু হয়েছে।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।