ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ইজিবাইকচাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
ফতুল্লায় ইজিবাইকচাপায় শিশুর মৃত্যু ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইকচাপায় তমা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে ফতুল্লার কাশিপুর ভোলাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তমা গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার হারিরাম ইউনিয়নের আমপুরা গ্রামের তছলিম মিয়ার মেয়ে। তারা সপরিবারে ভোলাইল মিষ্টির দোকান এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব মাহমুদ জানান, ঘুম থেকে উঠে তমা বাসার সামনে গেটের কাছে দাঁড়াতেই বেপরোয়া গতিতে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘাতক ইজিবাইক চালকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।