ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
কামরাঙ্গীরচরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর মুসলিমবাগ এলাকায় রমজান ওরফে পেটকাটা রমজান (৩৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার (১৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা আনোয়ার।

তিনি জানান, সোমবার দিনগত রাত আড়াইটা থেকে ৩টা মধ্যে মুসলিম নগর ৭ নম্বর গলি এলাকায় কে বা কারা রমজানকে গুলি করে। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।  

নিহতের বাবার নাম মৃত আব্দুর রশিদ। রমজান ওই ৭ নম্বর গলি এলাকায় থাকতেন। তার নামেও মাদকসহ একাধিক মামলা আছে। এ ঘটনা কারা ঘটিয়েছে বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।