ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
মেঘনায় গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিশনন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পূর্বপাড়া গ্রামের খবিরের ছেলে আদনান (৪) ও হকের ছেলে আব্দুল্লাহ (৪)। দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই।

জানা যায়, দুপুরে চাচা আজিজের সঙ্গে শখ করে মেঘনা নদীতে গোসল করতে যায় আদনান ও আব্দুল্লাহ। গোসলের এক পর্যায়ে পানিতে তলিয়ে যেতে থাকে দুই শিশু। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে আহন হন আজিজও। পরে শিশু দুটিকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একইসঙ্গে আহত আজিজকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।