ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টকশোতে কম দেখানোয় সাংবাদিককে হত্যার হুমকি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
টকশোতে কম দেখানোয় সাংবাদিককে হত্যার হুমকি! অভিযুক্ত রিপন গাজী (বামে) ও ডানে সাংবাদিক জিহাদুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা: টকশোতে কম সময় দেখানোর কারণে সাংবাদিককে ডেকে নিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে রিপন গাজী নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

অভিযুক্ত রিপন গাজী ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক।

ভুক্তভোগীর নাম জিহাদুল ইসলাম। তিনি একটি জাতীয় দৈনিকের মাল্টিমিডিয়া সাংবাদিক।

মঙ্গলবার (১৭ অক্টোবর) এমন অভিযোগ তোলে নিরাপত্তাহীনতার বিষয়টি উল্লেখ করে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জিহাদুল ইসলাম।

সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন।  

তিনি বলেন, এক সাংবাদিক নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে একটি জিডি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জিডিতে ওই সাংবাদিক উল্লেখ করেন, গত ১৪ অক্টোবর একটি জাতীয় দৈনিকের অনলাইন লাইভ অনুষ্ঠানে রিপন গাজী যিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা দাবি করেন গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন। ‘লাইভে সেই অনুষ্ঠানে তাকে কম দেখানো হয়েছে’ এমন দাবিতে আমার পূর্ব পরিচিত বড় ভাই আকরাম হোসেন রাত ৯ টা ৫৭ মিনিটে আমাকে ফোন করলে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের চায়ের দোকানের পাশের গলিতে যাই।

জিডিতে ওই সাংবাদিক আরও লেখেন , গলিতে গেলে এক পর্যায়ে রিপন গাজী আমার গলা চেপে ধরে শ্বাসরোধ করে এবং শারীরিক নির্যাতন চালায়। রিপন গাজী প্রাণনাশের হুমকি দিয়ে বলে- তোকে গুলি করে মেরে ফেলব। এরপর ১৬ অক্টোবর রিপন গাজী আমার বাসায় লোকজন পাঠায় এবং মোবাইল ফোনে ভয়ভীতি ও হুমকি দেয়। উল্লেখিত বিষয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

অভিযোগের বিষয়ে রিপন গাজীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।  

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
পিএম/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।