ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবচরের পদ্মায় অভিযান, ৫ জেলের সাজা-জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
শিবচরের পদ্মায় অভিযান, ৫ জেলের সাজা-জাল জব্দ

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫ জেলেকে আটক ও ১ লাখ ৮৫ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। এসময় ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়।

 

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন অংশে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস।

জানা গেছে, ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে মৎস্য অফিস ও নৌ পুলিশের টিম মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতে অভিযান চালায়। এসময় মাছ ধরার অপরাধে ৫ জেলেকে আটক, জাল ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয় এবং মাছ স্থানীয় ২টি এতিমখানায় বিতরণ করা হয়। এ ছাড়াও আটক ৫ জেলেকে ১৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা অভিযানে ১ লাখ ৮৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। আটক জেলেদের ১৭ দিন করে সাজা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।