ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
চাঁদপুরে বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

চাঁদপুর: বাল্যবিয়ে না দেওয়ার জন্য কঠোর নজরদারি থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চাঁদপুর শহরের বাবুরহাট বাজার এলাকায় প্রস্তুতি নেওয়া হয় বাল্যবিয়ের। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ওই বিয়ের সব প্রস্তুতি বন্ধ করে দেয়।

শনিবার (২১ অক্টোবর) সকালে এতথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।

তিনি বলেন, শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা বাবুরহাট বাজারের লোকমান মিজির বাড়িতে বাল্যবিয়ের আয়োজন চলছিল। এ ব্যাপারে সংবাদ পায় উপজেলা প্রশাসন। পরে প্রশাসনের তৎপরতায় আইনানুগভাবে এ বিয়ে প্রতিরোধ করা হয় এবং বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ অনুযায়ী অভিভাবকের মুচলেকা নেওয়া হয়।

এ সময়ে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য, মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক নাছিমা আক্তার এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।