ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আশরাফ গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
টাঙ্গাইলে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আশরাফ গ্রেপ্তার কাজী আশরাফ সিদ্দিকী

টাঙ্গাইল: টাঙ্গাইলে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীকে অর্থ কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার তক্তারচালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, জাপা নেতা কাজী আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে দুটি মামলায় ৬ মাসের সাজা পরোয়ানা জারি ছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

ওসি আরও জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা দুটিই ঢাকার আদালতে করা। ওই দুই মামলায় তিনি সাজাপ্রাপ্ত ছিলেন। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, কাজী আশরাফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে দুইবার টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি সখীপুর উপজেলা থেকে উপজেলা পরিষদ নির্বাচনেও অংশ নিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।