ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভৈরবে দুর্ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী দুই ট্রেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
ভৈরবে দুর্ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী দুই ট্রেন

ঢাকা: কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর ট্রেনের সঙ্গে কন্টেইনারসমৃদ্ধ মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উদ্ধারকারী দুটি ট্রেন আখাউড়া ও ঢাকা থেকে রওনা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (দ্বায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি  বলেন, বেলা পৌনে চারটায় এই দুর্ঘটনা হয়েছে। উদ্ধারকারী দুটি ট্রেন একটি আখাউড়া ও একটি ঢাকা থেকে রওনা হয়েছে।  

নাজমুল ইসলাম আরও বলেন, এগারসিন্ধুর ট্রেনকে মালবাহী কন্টেইনার ট্রেন এসে হিট করেছে। পার্শ্ব সংঘর্ষ হয়েছে। ডিজরিগার্ড অব সিগন্যালে ছিল মালবাহী ট্রেনটি।

তবে এখন পর্যন্ত হতাহতের কোনো সঠিক সংখ্যা জানাতে পারেননি মহাব্যবস্থাপক। তিনি বলেন, আমরা এখনো সঠিক জানি না। তবে হতাহতের কথা শুনেছি।

মহাব্যবস্থাপক আরও বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা সহযোগিতা করছে। ভৈরবে রেলওয়ের স্থানীয় ইউনিটও উদ্ধারকাজে যোগ দিয়েছে।

আরও পড়ুন:
ভৈরবে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২০

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।