ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাঙ্গু নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
সাঙ্গু নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৩

বান্দরবান: বান্দরবানের থানচিতে নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন।

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদা ম্রো পাড়ায় সাঙ্গু নদীতে ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায়।

 

নিখোঁজ ব্যক্তিরা হলেন- রেমাক্রি ইউনিয়নের অংলে খুমি পাড়ার বাসিন্দা লংবে খুমী (৪৫), লংরে খুমি (২১) এবং চয় অং খুমী পাড়ার ছাই খুমি (৩০)।

জানা যায়, বুধবার সকালে অংলে খুমি পাড়ার নয়জন  নৌকায় করে রেমাক্রী বাজারে যান। বিকেলে নৌকায় করে বাড়ি ফেরার পথে নৌকাটি বিশাল পাথরে ধাক্কা খেয়ে ডুবে যায়। এসময় সাঁতার কেটে ছয়জন তীরে পৌঁছাতে পারলেও নিখোঁজ হন বাকি তিনজন। পানি বেড়ে স্রোত তীব্র হওয়ায় নৌকাটি ডুবে গেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাটি দুর্গম ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ায় রাতে উদ্ধার তৎপরতা চালানো যাচ্ছে না।  

তিনি আরও জানান, ভোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।