ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ২২ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ পরিকল্পনাধীন: প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ২২ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ পরিকল্পনাধীন: প্রতিমন্ত্রী

ঢাকা: বর্তমানে দেশে ৪৬১ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আগামীতে ১ হাজার ৮০০ মেগাওয়াট ক্ষমতার ২২টি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনাধীন রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য এম. আব্দুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রতিমন্ত্রী এসব কথা জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে নসরুল হামিদ বলেন, বর্তমানে দেশে ৪৬১ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সংযুক্ত রয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রসমূহ হতে গড়ে ৪০০ থেকে ৪২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

ভবিষ্যতে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পরিকল্পনাগুলো হচ্ছে। বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি হতে মোট ৫৬১ মেগাওয়াট ক্ষমতার ১৫টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। মোট ১ হাজার ০৫৯ মেগাওয়াট ক্ষমতার ১৬টি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াধীন রয়েছে। দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে মোট ২২৮ মেগাওয়াট ক্ষমতার ৬টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের। মোট ১ হাজার ৮০০ মেগাওয়াট ক্ষমতার ২২টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।