ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না: মেয়র আতিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না: মেয়র আতিক

ঢাকা: রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে লাগা আগুন নির্বাপণে এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।

উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ভেতরে কেউ আটকে আছে কিনা সে বিষয়ে বলা যাবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগুন লাগা ভবনটিতে উদ্ধারকাজ চলমান রয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না। আমরা আশা করছি দ্রুতই উদ্ধার কাজ শেষ হবে। তবে আমরা এই ভবনে যতগুলো অফিস আছে সেগুলোর এইচআর ডিপার্টমেন্টকে বলেছি তাদের কতজন লোক ছিল কতজন লোক বের হয়ে এসেছে এই তথ্যটা নির্ধারণ করতে। কারণ এটি কোন কারখানা না যেখানে অনেক লোক আছে। উদ্ধার কাজ শেষ হলে আমরা এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারব।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে খাজা টাওয়ারে আগুন লাগে। ১৪ তলা ওই ভবনের ১৩ তলায় আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

আগুন লাগার পর আমতলী থেকে গুলশান-১ নম্বরমুখী সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন>>

মহাখালীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
মহাখালীতে আগুন: আটকে পড়েছেন বেশ কয়েকজন

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
পিএম/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।