ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বিএনপির ৩৩ নেতাকর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
ময়মনসিংহে বিএনপির ৩৩ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহ: পুলিশের অভিযানে ময়মনসিংহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৩ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। সাম্প্রতিক সময়ের বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


 
শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে গ্রেপ্তারদের সংশ্লিষ্ট মামলায় ময়মনসিংহ চিফ জুডিশিয়াল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানানো হয়নি।

তবে গ্রেপ্তারদের মধ্যে মুক্তাগাছায় ৭ জন, কোতোয়ালি মডেল থানা, ফুলবাড়িয়া ও ফুলপুর থানায় ২ জন করে, নান্দাইল ও ভালুকায় ৫ জন করে, হালুয়াঘাট, ধোবাউড়া, তারাকান্দা ও গফরগাঁও থানায় ১ জন করে এবং ত্রিশাল ও গৌরীপুর থানায় ৩ জন করে মোট ৩৩ জন নেতাকর্মী রয়েছেন।
 
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলে জানা গেছে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার হওয়ার এসব তথ্য।  

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি জানান, ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। সেই সঙ্গে ঢাকার সমাবেশে ব্যাপক উপস্থিতি ঠেকাতে যান চলাচল বন্ধ করে দিয়েছে। কিন্তু এসব করে বিএনপির সমাবেশ ঠেকানো যাবে না। এতে সরকারের রাজনৈতিক পরাজয় হয়েছে বলেই আমি মনে করি।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩ 
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।