ঝালকাঠি: ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে সুগন্ধা নদী থেকে আট হাজার মিটার জালসহ দুই জেলেকে আটক করেছে জেলা মৎস্য অধিদপ্তর।
সোমবার (৩০ অক্টোবর) ভোরে ঝালকাঠি মৎস্য অধিদপ্তরের জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় এ অভিযান পরিচালনা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, সরকারের নির্দেশনা অমান্য করে মা ইলিশ ধরার অভিযোগে সুগন্ধা নদীর দিয়াকুল এলাকা থেকে দুইজন জেলেকে আটক করা।
আটকরা হলেন- দিয়াকুল এলাকার মুজিবর আকনের ছেলে রফিকুল আকন (২৪) ও মৃত আলতাফ আকনের ছেলে সাইদুল আকন (২০)।
পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড দেন ঝালকাঠি সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. সাইফুল ইসলাম।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিদিন অভিযান ও মোবাইল কোর্ট অব্যাহত রেখেছি। আজকের অভিযানে দুই জেলে আটক করা হয়েছে। এসময় আট হাজার মিটার জাল জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এসএম