ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অবরোধেও স্বাভাবিক ঢাকা নারায়ণগঞ্জ ট্রেন চলাচল, যাত্রী কম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
অবরোধেও স্বাভাবিক ঢাকা নারায়ণগঞ্জ ট্রেন চলাচল, যাত্রী কম ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: বিএনপি জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন নারায়ণগঞ্জে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।

মঙ্গলবার (৩১ অক্টোবর) অবরোধের প্রথম দিনে সকাল থেকে নির্ধারিত সময়ে ট্রেন চলাচল করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে সকাল থেকে যাত্রী সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম রয়েছে।

নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খাজা সুজন জানান, সকাল থেকে নির্ধারিত সময়ে ঢাকা নারায়ণগঞ্জ ট্রেন চলাচল করছে। ৭টা ৫০ মিনিটে ঢাকা থেকে ট্রেন এসেছে। সর্বশেষ ৮টা ১৫ মিনিটে একটি ট্রেন নারায়ণগঞ্জ ছেড়ে গিয়েছে। তবে যাত্রী সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম।  

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।