ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিদেশে মিশন থেকে ২২ বছরে ৩৫০ কোটি ডলার আয় সশস্ত্র বাহিনীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
বিদেশে মিশন থেকে ২২ বছরে ৩৫০ কোটি ডলার আয় সশস্ত্র বাহিনীর

ঢাকা: বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিদেশে মিশন থেকে ২২ বছরে প্রায় ৩৫০ কোটি মার্কিন ডলার আয় করেছে। এ তথ্য জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য মো. হাবিবর রহমানের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে বৃহস্পতিবার এ ব্যাপারে প্রশ্ন টেবিলে উত্থাপিত হয়।

আনিসুল হক বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বৈদেশিক মিশন থেকে ২০০০-০১ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত ২২ বছরে মোট ৩৪৬ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার ১০৩ ডলার আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ২৭ হাজার ৯৪১ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৩৭ টাকা।

বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে বার্ষিক গড় ১৫ কোটি ৫ লাখ ৮০ হাজার ৭৪৩ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় এক হাজার ২১৪ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার ৯১৯ টাকা।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।