ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
দুর্গাপুরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ প্রতীকী ছবি

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের বুরুঙ্গা এলাকায় নিজ ঘরে হাকিম মিয়া (২১) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

হাকিম ওই এলাকার উমর ফারুকের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন হাকিম। পরে তিনি রাতে বাড়ি ফিরেছিলেন কি না তা জানেন না কেউ। শুক্রবার সকালে তার ছোট বোন তাদের বাড়ির নির্মাণাধীন একটি ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ভাইকে ঝুলতে দেখে চিৎকার দেন। পরে এলাকাবাসীর দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। হাকিম মাদকাসক্ত ছিলেন।  

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ার মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।