ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ডা. কাজেমের হত্যার প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৩
ডা. কাজেমের হত্যার প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি  

রাজশাহী: রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. গোলাম কাজেম আলী আহমেদের খুনিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে আবারও কর্মসূচি দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।  
শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা।

আগামীকাল রোববারও (৫ নভেম্বর) একই সময়ে কর্মসূচি পালনের কথা রয়েছে তাদের।

ডা. গোলাম কাজেম আলী আহমেদের খুনিরা শনাক্ত ও গ্রেপ্তার না হওয়ায় নতুন এই কর্মসূচি পালন করছেন বিএমএ নেতারা।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনে দাঁড়িয়ে আজ প্রথম দিন এক ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়।  
এ সময় সেখানে চিকিৎসকরা বিক্ষোভ সমাবেশ করেন।

বিএমএ রাজশাহী শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নওশাদ আলী বলেন, তারা আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করে খুনিদের ধরতে ৭২ ঘণ্টার সময় দিয়েছিলেন। সেটা শেষ হলেও ধরা যায়নি খুনিদের। এজন্য নতুন কর্মসূচি দিতে হয়েছে। আজ ও আগামীকাল এই দুদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে। কিন্তু এরপরও গোলাম কাজেমের হত্যা মামলার তদন্তের অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এদিকে মামলার তদন্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানান, চিকিৎসক খুনের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম গভীরভাবে তদন্ত করছে। দ্রুতই খুনিরা ধরা পড়বে।  

এর আগে রোববার (২৯ অক্টোবর) দিনগত রাত পৌনে ১২টার দিকে মহানগরীর রাজপাড়া থানার বর্ণালীর মোড়ের অদূরে দুর্বৃত্তদের হাতে খুন হন ডা. গোলাম কাজেম আলী আহমেদ (৪২)। তিনি রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) এমবিবিএস ৪২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে ডা. কাজেম আলীর যথেষ্ট নামডাক ছিল। তিনি রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতাও করতেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৩
এসএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।