ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মগবাজারে নিয়ন্ত্রণ হারাল বাস, প্রাণ গেল রিকশাযাত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
মগবাজারে নিয়ন্ত্রণ হারাল বাস, প্রাণ গেল রিকশাযাত্রীর

ঢাকা: রাজধানী মগবাজার ওয়ারলেস এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিয়েছে।  

সড়ক বিভাজকে ধাক্কা দেওয়ার আগে বাসটি এক রিকশাকে ধাক্কা দেয়।

এতে একজনের প্রাণ গেছে।  

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে পুলিশ এ তথ্য জানায়। এই দুর্ঘটনায় দুজনের আহত হওয়ার খবর জানা গেছে।  

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান সন্ধ্যার পর জানান, মগবাজার ওয়ারলেস এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সড়ক বিভাজকে ধাক্কা দিয়েছে। বাসের ধাক্কায় রিকশায় থাকা এক ব্যক্তি ঘটনাস্থলে মারা গেছেন। কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

মঞ্জিল পরিবহনের যাত্রীবাহী বাসটি মগবাজার ফ্লাইওভার থেকে নেমে মৌচাকের দিকে যাচ্ছিল।

পরে ওই নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়। তার নাম আয়নাল হাওলাদার (৪০)। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এসে মরদেহ শনাক্ত করেন।  

দুর্ঘটনায় আয়নালের স্ত্রী সেলিনা বেগম (৩০) আহত হয়েছেন। তিনি মগবাজার কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অজ্ঞাত (৫০) এক ব্যক্তি গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আয়নালের বড় ভাই শাহজাহান হাওলাদার জানান, তাদের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার মধুরচড় গ্রামে। তার ভাই স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে খিলগাঁও সি ব্লকে থাকতেন। মালিবাগে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন তিনি।

তিনি আরও জানান, বিকেলে এক আত্মীয়কে দেখতে হলি ফ্যামিলি হাসপাতালে গিয়েছিলেন আয়নাল ও স্ত্রী সেলিনা বেগম। সেখান থেকে রিকশায় বাসায় ফিরছিলেন তারা।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মরদেহ শনাক্তের তথ্যটি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।