ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সন্তান শহীদ হয়েছে দুঃখ নেই, ফ্যাসিস্টদের বিচার করতে হবে: শহীদের বাবা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
সন্তান শহীদ হয়েছে দুঃখ নেই, ফ্যাসিস্টদের বিচার করতে হবে: শহীদের বাবা 

নীলফামারী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের নিয়ে স্মরণ সভা হয়েছে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে কলেজটির হল রুমে এর আয়োজন করা হয়।

 

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীদ শাহাবের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক লোকমান হাকিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক ও গবেষক এমদাদুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ সাবিনা সালাম।  

মূল আলোচক ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। অতিথি ছিলেন শহীদ সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর হোসেন।

এ সময় আরও বক্তব্য দেন- ওই কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট জেলা শাখার মহাসচিব অধ্যাপক আসাদুজ্জামান রাফু, গভর্নিং বডির সদস্য লায়ন আজহারুল সরকার রানা ও ছাত্রী সুমাইয়া আকৃতার সোহাগী প্রমুখ।

স্মরণ সভায় হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, সারাদেশের মতো সৈয়দপুরেও ১ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত অমানবিক নির্যাতন করা হয়েছে। পুলিশ গুলি করে সৈয়দপুরে দেড় শতাধিক ছাত্র জনতাকে আহত করেছে। এতে চোখ হারিয়েছে ৮ জন। পঙ্গু হয়েছে প্রায় ১৮ জন।

শহীদ সাজ্জাদের বাবা মো. আলমগীর হোসেন বলেন, আমার সন্তান শহীদ হয়েছে দুঃখ নেই, তবে ওই ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের বিচারের আওতায় এনে বিচার করতে হবে।  

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক কর্মচারীসহ, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক ও চেতনাবোধের সঙ্গীত পরিবেশন করে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।