ময়মনসিংহ: ইঞ্জিন বিকল হয়ে ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম আল হারুন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন মশাখালী-গফরগাঁও স্টেশনের মাঝামাঝি এসে বিকল হয়ে যায়। পরে ট্রেনটি ধীরে ধীরে গফরগাঁও স্টেশনে পৌঁছালে পুরোপুরি বিকল হয়ে যায়। বতর্মানে ট্রেনটি স্টেশনের এক নম্বর লাইনে দাঁড়িয়ে আছে। স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে ইঞ্জিন বিকলের খবর পেয়ে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন গফরগাঁওয়ের উদ্দেশে রওনা দিয়েছে বলেও জানান সেলিম আল হারুন।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
এসআই