ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: তাজুল ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: তাজুল ইসলাম

লক্ষ্মীপুর: স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সরকার পতন, তত্ত্বাবধায়ক সরকার- এসব বিএনপির বক্তব্য। এটি জাতীয় বা জনগণের বক্তব্য নয়।

সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা হচ্ছে। সংবিধানের ধারাবাহিকতা অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন সরকার যথা সময়ে গঠিত হবে।

বুধবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রামগতি উপজেলা পরিষদের নব নির্মিত ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি। ৬ কোটি টাকা ব্যয়ে উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণ করা হয়।  

স্থানীয় সরকার মন্ত্রী পরে নবনির্মিত উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।  

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শারাফ উদ্দিন আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন, রামগতি পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হেসেন প্রমুখ।  

এর আগে কমলনগর উপজেলা পরিষদের হলরুমে উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রী মো. তাজুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।