ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অবরোধের ২৭ ঘণ্টায় ১৩ যানবাহনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
অবরোধের ২৭ ঘণ্টায় ১৩ যানবাহনে আগুন

ঢাকা: বিএনপি-জামায়াতের তৃতীয় দফা ডাকা অবরোধের প্রথমদিনে সহিংসতাজনিত ১৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৮ নভেম্বর) সকাল থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক এসব আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ৮ নভেম্বর সকাল ৬টা থেকে ৯ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত গত ২৭ ঘণ্টায় ঢাকা সিটিতে (হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলি, মিরপুর, ধানমন্ডি) পাঁচটি, ঢাকা বিভাগে (গাজীপুর) তিনটি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি) একটি, রাজশাহী বিভাগে (শিবগঞ্জ, বগুড়া) একটি, বরিশাল বিভাগে (গৌরনদী, বরগুনা) দুটি, চট্টগ্রাম বিভাগে (নোয়াখালী) একটি ঘটনা ঘটে।

এ ঘটনায় সাতটি বাস, চারটি কাভার্ডভ্যান, দুটি ট্রাক পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।