ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পাহাড়িদের অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৪০তম মৃত্যুবার্ষিকীতে খাগড়াছড়িতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে দিনটি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে জেলার মহালছড়ির খুলারাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি আরাধ্য পাল খীসা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সভাপতি বিমল কান্তি চাকমা।

এছাড়া স্মরণসভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অংশুমান চাকমা, সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুপিটার চাকমাসহ অন্যান্য নেতারা।

এর আগে মানবেন্দ্র নারায়ণ লারমার অস্থায়ী বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা।

মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৭২ সালে জাতীয় সংসদ সদস্য ছিলেন। তিনি জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
এডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।