খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পাহাড়িদের অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৪০তম মৃত্যুবার্ষিকীতে খাগড়াছড়িতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) সকালে দিনটি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে জেলার মহালছড়ির খুলারাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি আরাধ্য পাল খীসা।
এছাড়া স্মরণসভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অংশুমান চাকমা, সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুপিটার চাকমাসহ অন্যান্য নেতারা।
এর আগে মানবেন্দ্র নারায়ণ লারমার অস্থায়ী বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা।
মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৭২ সালে জাতীয় সংসদ সদস্য ছিলেন। তিনি জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
এডি/এফআর