ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৩৪ কেজির কচ্ছপ উদ্ধারের পর কীর্তনখোলায় অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
৩৪ কেজির কচ্ছপ উদ্ধারের পর কীর্তনখোলায় অবমুক্ত

বরিশাল: ৩৪ কেজি ওজনের একটি কচ্ছপ বিক্রির জন্য বাজারে নেওয়া হলে সেটি উদ্ধার করে কীর্তনখোলায় অবমুক্ত করেছেন বন বিভাগের কর্মকর্তারা।

শুক্রবার (১০ নভেম্বর) রাত ১১টায় বরিশাল নগরের কাশিপুর বাজার থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

উপকূলীয় বনাঞ্চল বরিশালের বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে কচ্ছপটি বিক্রির জন্য বরিশাল নগরের কাশিপুর বাজারে নেওয়া হয়। পরে স্থানীয়রা সেটি দেখে সন্দেহ হলে কচ্ছপটি জবাইয়ে বাধা দিয়ে পুলিশে খবর দেন। বিষয়টি টের পেয়ে কচ্ছপটি যিনি এনেছিলেন তিনি পালিয়ে যান। পরে এয়ারপোর্ট থানা পুলিশের সদস্যরা বন বিভাগে খবর দিলে তারা কচ্ছপটি উদ্ধার করে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান।

তিনি আরও বলেন, পরে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কচ্ছপটি রাত ১২টার দিকে কীর্তনখোলা নদীর ডিসি ঘাট এলাকা থেকে অবমুক্ত করা হয়। তবে কচ্ছপটি কোথায় থেকে কে বা কারা নিয়ে এসেছিলেন তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।