ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অবরোধ সমর্থনে অগ্নিসংযোগের প্রস্তুতিকালে বিএনপির ২ কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
অবরোধ সমর্থনে অগ্নিসংযোগের প্রস্তুতিকালে বিএনপির ২ কর্মী আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবরোধ সমর্থনে অগ্নিসংযোগের প্রস্তুতিকালে বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মদনপুর-আড়াইহাজার সড়কের লস্করদী-মারুয়াদী এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুইটি টায়ার ও চার বোতল পেট্রোল জব্দ করা হয়।

আটকরা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজারের লস্করদী মধ্যপাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে মো. অপু মিয়া ওরফে আকাশ (১৯) এবং একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. ফয়সাল আহম্মেদ মেহেদী (২৪)।


পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধ চলাকালে সকালে লস্করদী-মাওরাদী এলাকায় অবরোধের পক্ষে বিএনপি কেন্দ্রীয় সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের ৪-৫ জন কর্মী অগ্নিসংযোগ করার প্রস্তুতি নেন। প্রস্তুতিকালে আড়াইহাজার থানা পুলিশের টহল দলে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকের নেতৃত্বে তাদের আটক করা হয়। তবে সেখান থেকে বাকিরা পালিয়ে যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, এ ঘটনায় বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।